
বিজয়নগর: বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামে যুবকদের উদ্যোগে কর্মহীন কর্মজীবিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বুধবার (৮এপ্রিল) সাতগাঁও মানবসেবা সংগঠনের উদ্যোগে সাতগাঁও গ্রামের ১৫০ জন কর্মহীন কর্মজীবি মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী রাতের বেলায় বিতরণ করবেন বলে নিশ্চিত সংগঠনের যুবকবৃন্দ।
সংগঠনের সভাপতি আল-আমীন কালের দর্পণ’কে বলেন, আমাদের সংগঠন থেকে আজ ১৫০ পরিবারের অসহায় কর্মহীন কর্মজীবি পরিবারের খাদ্যসামগ্রীর ব্যবস্থা করা হলো। আমাদের ইচ্ছে ছিলো ২০০ কিন্তু করতে পারিনি। সবার সহযোগিতা পেলে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালাতে পারবো। সবাই দোয়া করবেন এবং ঘরে থাকার চেষ্টা করবেন।
এমন মানবিক কাজে এগিয়ে এসেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য মিলন মৃধা, ক্যাশিয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম, উপদেষ্টাদের মাঝে ছিলেন শ্যামল চৌধুরী, রাসেল, প্রসেনৎজিত, রোকন, চয়ন চৌধুরী ও শাহীন প্রমুখ