স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দ. ইউনিয়ন পরিষদের দুস্থ, গরীব, অসহায় মানুষদের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (০৯এপ্রিল) বেলা ১১টায় ইউনিয়ন কার্যলয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ৯৫ জন দুস্থ মহিলাদের মাঝে মাথাপিছু ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরন করা হয়। চাল বিতরনকালে ইউনিয়ন পরিষদের সদস্যগণ, সচিব, উদ্যোক্তা ও নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। করুনা মহামারীর কারণে তাদের স্বামীরা কাজে যেতে পারছে না তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। । পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।