আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর: করোনা ভাইরাসের কারণে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গোকর্ণ সমাজ কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১২এপ্রিল) সকালে গোর্কণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মহীন হতদরিদ্র প্রায় দেড়শতাধিক পরিবারের মাঝে চাল, তেল, ডাল, পেয়াঁজ, আলু, সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য খাদ্যসামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। বিতরণ করার সময় মাওলানা আবদুল আওয়াল, আবদুল বাসির, সংগঠনের উপদেষ্টা বড় মিয়া, হাফেজ হারিছুর রহমান, একলাছ মিয়া, নজরুল আহমেদ, রুকন উদ্দিন মাস্টার, মাসুদুর রহমান, শাখাওয়াত হোসেন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রবাসী হাফেজ হারিছুর রহমান বলেন, গোকর্ণ প্রবাসী সমাজ কল্যাণের পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা নিয়ে কর্মহীন নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী এই পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে এগিয়ে আসবেন।