ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ফ্রন্টের নেতা মাও. নূরুল ইসলামের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

127

আশুগঞ্জ উপজেলা: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গাউছিয়া কাদরিয়া নূরীয়া দরবার শরীফের পীর সাহেব ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি পীরে তরিকত আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা নূরুল ইসলাম আল কাদরী তার নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ঘরবন্দী কর্মহীন প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে রাত্র নিশিতে জনসমাগম না করে বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেণ। তিনি আশুগঞ্জ উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতির।

ত্রাণ সামগ্রী বিতরণকালে রাত্রে ত্রাণ বিতরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, দান কারার সর্বোত্তম পন্থা হল ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। তাছাড়া যাদেরকে সহযোগিতা করা হচ্ছে তারা কোন গরিব বা ভিখারি নয়। তারা আজ পরিস্থিতির স্বীকার হয়ে কর্মহীন। সরকারের নিষেধাজ্ঞা থাকায় তারা ঘর থেকে বাহির হতে পারছেনা। আমার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় ঘোষণা মোতাবেক সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমি জনসমাগম এড়াতে রাত্র নিশীথে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন অসহায়দের মাঝে সামান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিতে চেষ্টা করেছি। তিনি এই কর্মহীন অসহায় পরিবারের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর জন্য অনুরোধ করে বলেন, আমরা যদি অল্প অল্প করে তাদের সহযোগিতা করি এতে তাদের বৈশ্বিক অসহায়ত্ব সহজে দূর হয়ে যাবে। ছাত্রসেনা শরীফপুর ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস রেজভীর নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন শরীফপুর ইউনিয়ন ছাত্রসেনার সকল নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন