ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৪ ঘন্টায় আরও দুইজনের করোনা আক্রান্তের রোগি সনাক্ত করা হয়। শুক্রবার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে আসা রিপোর্টে এসব তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস।
জানা গেছে, সুহিলপুরের মধ্যপাড়ায় সনাক্ত হওয়া ব্যক্তিকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবারের ৬ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আগামীকাল শনিবার তাদের নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া আশুগঞ্জের লালপুরে যার নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে তিনি ঢাকায় বসবাস করেন।