আরও দুইজনের করোনা সনাক্ত ব্রাহ্মণবাড়িয়ায় , মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০জন

49

ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৪ ঘন্টায় আরও দুইজনের করোনা আক্রান্তের রোগি সনাক্ত করা হয়। শুক্রবার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে আসা রিপোর্টে এসব তথ্য জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস।

জানানো হয়, শুক্রবার দুপুরে ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে জানা যায় জেলার দুইজনের করোনা রিপোর্ট রিপোর্ট পজিটিভ আসে। এরমধ্যে সদর উপজেলার সুহিলপুরের ২৫বছরের এক যুবক ও আশুগঞ্জের লালপুরের ৩২বছরের এক ব্যক্তি। এনিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সনাক্তের সংখ্যা ৬০জনে দাঁড়িয়েছে।

জানা গেছে, সুহিলপুরের মধ্যপাড়ায় সনাক্ত হওয়া ব্যক্তিকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবারের ৬ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আগামীকাল শনিবার তাদের নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া আশুগঞ্জের লালপুরে যার নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে তিনি ঢাকায় বসবাস করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন