
শেখ সিরাজুল ইসলাম, সরাইল প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের আলাল মিয়ার স্ত্রী মিনারা বেগমের (৩০) মরদেহ রবিবার (১০মে) সন্ধ্যায় উদ্ধার করা হয়।
স্থানীয় ইউ,পি সদস্য আজহার মিয়া জানান পারিবারিক কলহের জের ধরে দুপুরের দিকে মিনারা বেগম কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হলে তাকে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। স্বজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে গেলে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ময়না তদন্তের পর গৃহবধূর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।