আজ শিক্ষক ও সাহিত্যিক শাহ আফতাব উদ্দিন স্যারের ১১ তম মৃত্যুবার্ষিকী

117

আজ শিক্ষক ও সাহিত্যিক শাহ আফতাব উদ্দিন স্যারের ১১ তম মৃত্যুবার্ষিকী
শেখ সিরাজুল ইসলাম।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আদর্শ শিক্ষক ও সাহিত্যিক,সকলের প্রিয় মানুষ, বহুমুখি প্রতিভাধর শাহ আফতাব উদ্দীন আহমদ স্যারের আজ ১১তম মৃত্যুবার্ষিকী। প্রয়াত এ গুনী জনের মৃত্যুদিবসে আজ শনিবার প্রয়াতের কবর জিয়ারত, বাদ আছর মরহুমের শাহবাজপুর গ্রামের বাড়িতে কোরআান খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলের অংশগ্রহনের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৯৪১ সালে যোগদানের পর প্রায় ৫০ বছর শিক্ষকতা করেছেন। এর আগে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা জুনিয়র মাদ্রাসায় প্রায় ২ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। কিশোর জীবনেই জড়িয়ে পড়েন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে। জীবন ব্যপি সাহিত্যের সাথেও ছিল তাঁর ঘনিষ্ট মিতালী।বৃটিশ বিরোধী আন্দোলন ও ভাষা আন্দোলনসহ শিক্ষকদের অধিকার আদায়ে নানা কর্মসূচির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। একাত্তরের মহান মুক্তসংগ্রামে নিজ এলাকার মুক্তিসেনাদের নানাভাবে সহযোগিতা করেছেন। দীর্ঘ শিক্ষকতার জীবনে অগণিত মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে তিনি হারিয়ে গেছেন চোখের আড়ালে। সমাজে তাঁর অবদান অবিস্মরনীয়। তাঁর কীর্তি অমর হয়ে থাকবে যুগ-যুগান্তরে। তিনি তাঁর কর্মের মহিমায় বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। প্রয়াত এ গুনী মানুষগড়ার কারিগরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মরহুমের পরকালের শান্তির জন্য প্রার্থনা করি।উল্লেখ্য মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মুতাসিম বিল্লাহ মরহুম শাহ আফতাব উদ্দিন স্যারের ছেলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন