নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ ৮০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

104

ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নাসিরনগর শাখার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ ৮০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর জামিয়া কাসেমীয়া মাদ্রাসা চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ইসলামি ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা এ কে এম আশরাফুল হক। এাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু,২ কেজি পেঁয়াজ,১ লিটার তেল ও ১টি করে স্বাস্থ্যসম্মত মাস্ক।
এসময় উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মুখলেছুর রহমান,মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা মেরাজ মিয়া, মাওলানা মো. আলী আজম তালুকদার, মাওলানা মো. আব্দুস সাত্তার, মাওলানা মো. আব্দুল হান্নান ও মাওলানা মো. মুক্তাদিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদদাতা: আকতার হোসেন ভুইয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন