কসবা থানা পুলিশের বিশেষ অভিযানে ০৬ টি বিভিন্ন কোম্পানীর চোরাই মোটরসাইকেলসহ ০১ জন গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয়ের নিদের্শনায় অফিসার ইনচার্জ কসবা থানার নের্তৃত্বে কসবা থানাধীন ০৪নং খাড়েরা ইউনিয়নের দেলী বাজার সংলগ্ন বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ টি বিভিন্ন কোম্পানীর চোরাই মোটরসাইকেলসহ ০১ জন আসামীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ । জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামী চোরচক্র হতে কম দামে মোটরসাইকেল ক্রয় করে দীর্ঘদিন ধরে অত্র এলাকায় চোরাই মোটরসাইকেলের ব্যবসা করে আসছে । আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।