
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় ৯৭ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানার পুলিশ।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকাল ৮.১০ ঘটিকায় উপজেলার চান্দুরা ইউনিয়নের ফুলতলী মোড় সিঙ্গারবিল টু চান্দুরা পাঁকা রাস্তার থানা পুলিশের নিয়মিত অভিযানের ভারতীয় ৯৭ বোতল ফেন্সিডিলসহ মোহাব্বত মিয়া (২৩) নামীয় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী হলেন সরাইল উপজেলার তেরকান্দা ( নোয়াগাও) এলাকার বাসিন্দা আসাদ আলীর ছেলে মোহাব্বত মিয়া (২৩)।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহম্মেদ ফেন্সিডিলসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে মাদক আইনে মামলায় বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।