ফোন নং ৯৯৯ বাংলাদেশের জরুরি কল সেন্টার। এখানে বিনামূল্যে ফোন করে আপনি জরুরি মুহুর্তে পুলিশ,ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স এর সাহায্য নিতে পারবেন। এছাড়া যে কোন অপরাধের তথ্যও পুলিশকে জানাতে পারবেন।
ফোন নং ১০৬ দূর্নীতি দমন কমিশনের কল সেন্টার। যে কোন দূর্নীতি চোখে পড়লে বিনামূল্যে কল করে জানিয়ে দিন।
ফোন নং ১৬৪৩০ সরকারি আইনি সহায়তা কল সেন্টার। আইনগত যে কোন পরামর্শ বা সাহায্য পেতে বিনামূল্যে কল করুন।
ফোন নং ১৬১২৩ কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে বিনামূল্যে কল করুন। কৃষি,মৎস,প্রানীসম্পদ বিষয়ক যে কোন পরামর্শ বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন।
ফোন নং ১০৯ নারী নির্যাতন বা বাল্যবিয়ে হতে দেখলেই বিনামূল্যে কল করুন এই নাম্বারে।
ফোন নং ১০৯৮ শিশু সহায়তামুলক কল সেন্টার। চারপাশে শিশুদের যে কোন সমস্যা হলে বিনামূল্যে কল করে সেবা নিতে পারেন এই নাম্বার থেকে।
ফোন নং ৩৩৩ জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার। বাংলেদেশের যে কোন তথ্য জানতে ও সরকারি কর্মকর্তাদেরর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে। চার্জ প্রযোজ্য।
ফোন নং ১৬২৬৩ বাংলাদেশ সরকারের সাস্থ্য কল সেন্টার। যে কোন সমস্যায় ২৪ ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। চার্জ প্রযোজ্য৷
ফোন নং ১৬১০৮ মানবাধিকার সহায়ক কল সেন্টার। মানবাধিকার বিঘ্নিত হলে কল করুন এই নাম্বারে। চার্জ প্রযোজ্য।
ফোন নং ১৬২৫৬ আপনার ইউনিয়নের সকল তথ্য জানতে কল করুন ইউনিয়ন সহায়তামুলক কল সেন্টারে। চার্জ প্রযোজ্য।
ফোন নং ১৩১ বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার। ট্রেন ও এর টিকিট সম্পর্কে জানতে কল করুন।চার্জ প্রযোজ্য।
ফোন নং ১০৫ জাতীয় পরিচয়পত তথ্য কল সেন্টার। চার্জ প্রযোজ্য।
ফোন নং ১০০ বিটিআরসি কল সেন্টার।
ফোন নং ১৬৪২০ বিটিসিএল কল সেন্টার।
নিজে জানুন, অপরকে জানান। কল করুন সেবা নিন। এগুলো আপনার জন্যই।