ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলে জানা গেছে, নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭ ভোট।
এটি তার টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া। তিনি বর্তমানে জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিভিন্ন দলের আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে ছিলেন: বিএনএম এর জামাল রানা (নোঙ্গর প্রতীক), ইসলামী ফ্রন্টের সৈয়দ মো. নূরে আজম (মোমবাতি প্রতীক), জাসদের মো. আবদুর রহমান খান (মশাল প্রতীক), খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদী (বটগাছ প্রতীক), এনপিপি’র সৈয়দ মাকসুদুল হক আক্কাছ (আম প্রতীক), এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির সোহেল মোল্লা (একতারা প্রতীক)।
স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান, যিনি কাঁচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন, পেয়েছেন ৬৪ হাজার ০৩৭ ভোট। এভাবে ৯৪ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে মোকতাদির চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মোট ভোটার সংখ্যা ছয় লাখ ২১ হাজার ৫৮৪ জন। এর মধ্যে সদর উপজেলায় চার লাখ ১৩ হাজার ৯৩২ জন এবং বিজয়নগর উপজেলায় দুই লাখ ৭ হাজার ৬৫২ জন।