ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা ও বিস্ফোরণ মামলার আসামি রামরাইল ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সেলিম গ্রেপ্তার

60
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা ও বিস্ফোরণ মামলার আসামি রামরাইল ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সেলিম গ্রেপ্তার
print news

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সেলিম (৬১) গ্রেপ্তার হয়েছেন। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ নভেম্বর) দুপুরে তার নিজ বাড়ি উলচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে বিকেলে তাকে জেলা আদালতে পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মশিউর রহমান সেলিমের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণ আইনে একাধিক মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরেই তিনি এসব মামলায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে জেলা গোয়েন্দা শাখার একটি দল কাজ করছিল। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় যে, সেলিম তার বাড়িতে অবস্থান করছেন। এরপর তাৎক্ষণিকভাবে ডিবির একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশের মিডিয়া অফিসার, পুলিশ পরিদর্শক এনামুল হক এ বিষয়ে বলেন, “মশিউর রহমান সেলিমের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণ আইনে মামলা থাকায় তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

স্থানীয়দের মতে, মশিউর রহমান সেলিম রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সদর উপজেলার উলচাপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত সাহেব আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে এলেও সাম্প্রতিক মামলা ও অভিযোগের কারণে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।

এদিকে তার গ্রেপ্তারের খবরে স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে অনেকেই বিষয়টিকে ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অন্যদিকে তার পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অপরাধ দমন ও এলাকায় শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এই পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে স্থানীয় বাসিন্দারা আশাবাদী।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো আইটি প্রফেশনালদের মিটআপ সফলভাবে সম্পন্ন
পরবর্তী নিবন্ধমাল্টিপার্টি এডভোকেসি ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন