নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ প্রজাতন্ত্রী সংসদীয় আসন ২৪৫ ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সম্মানীয় এমপি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) অনুযায়ী তাকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ২৬ মে এই পদে মনোনীত করেন।
বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
সাক্ষাৎ শেষে তিনি বলেন, জাতীয় সংসদের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সচেষ্ট থাকবো।
তিনি এই দায়িত্ব দেওয়া সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, উবায়দুল মোকতাদির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএস ডিগ্রি ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। যুদ্ধাহত এই মুক্তিযোদ্ধা পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
০৯জুন ২০১৯