ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

157
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণ সভা
print news

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ শ্রী হরিলাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক।

প্রধান বক্তা ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট শামসুজ্জামান কানন। সভার সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আসমা বানু, সিনিয়র শিক্ষক মো. ফরিদ উদ্দিন, মাসুম মিয়া এবং সাইফুর রহমান মামুন।

সভায় ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের অংশগ্রহণে হামদ, নাত এবং দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা তাদের বক্তব্যের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান অতিথি আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক শহীদদের স্মরণে কিছু স্থাপনার নামকরণের প্রস্তাব দেন। তিনি বলেন, “শহীদ মুগ্ধের নামে টি.এ. রোড ফ্লাইওভার, শহীদ ওমরের নামে সিমনা ব্রিজ এবং শহীদ তানভীনের নামে রাধিকা-নবীনগর ব্রিজের নামকরণ বাস্তবায়নের জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

আলোচনা শেষে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজের প্রভাষক মো. আব্দুল কাইয়ুম।

এই স্মরণ সভা নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ১৪
পরবর্তী নিবন্ধহরিপুরে বেগম রোকেয়া দিবসে নারীর প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন