ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার একটি অসহায় মেধাবী ছাত্রের দায়িত্ব গ্রহণ করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হরিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের।
সম্প্রতি ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ঢাকদহ গোপালপুর গ্রামের এক মেধাবী ছাত্র মতিউরের জীবনসংগ্রামের গল্প। ছোটবেলাতেই মাকে হারানো মতিউরের বাবা দ্বিতীয় বিয়ে করে তার দায়িত্ব নেননি। দাদি ভিক্ষা করে কোনোমতে তার পড়াশোনার খরচ চালিয়ে আসছিলেন। তবে কয়েক মাস আগে দাদির মৃত্যুতে শুরু হয় মতিউরের চরম মানবেতর জীবন।
একটি ভাঙাচোরা খড়ের ঘরে বাস করে অন্যের বাড়িতে কাজ করে নিজের পড়ালেখা চালিয়ে যাচ্ছে সে। ডাক্তার হওয়ার স্বপ্ন বুকে ধারণ করে জীবনযুদ্ধে লড়াই করছে এই কিশোর, যার নিজের নুন আনতে পান্তা ফুরায়।
মতিউরের এমন সংগ্রামী জীবনের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নজরে আসে আলহাজ্ব মোঃ আবু তাহেরের।
রবিবার সকাল ১০টায় মতিউরের ভাঙ্গা ঘরে উপস্থিত হয়ে তিনি তার হাতে নগদ অর্থ তুলে দেন এবং মতিউরের শিক্ষা ও স্বপ্ন পূরণের সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
আলহাজ্ব মোঃ আবু তাহের বলেন, “মতিউরের মত মেধাবী ছাত্ররা যদি সঠিক সহযোগিতা পায়, তাহলে তারাই একদিন সমাজে আলোর দিশারি হবে। আমি চাই মতিউর একদিন ডাক্তার হয়ে হরিপুরবাসীর সেবা করুক। তার স্বপ্ন পূরণে আমি পাশে থাকবো সবসময়।”
এই মানবিক উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন আবু তাহের। মতিউরের ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন এলাকাবাসীসহ অসংখ্য ফেসবুক ব্যবহারকারী।