নির্বাচনের অনুপস্থিতিতেই আইনশৃঙ্খলার অবনতি ঘটছে – মির্জা ফখরুল

0
মির্জা ফখরুল
print news

দেশে গণতান্ত্রিক নির্বাচন না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, একটি নির্বাচিত সরকার না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে এবং অপরাধের মাত্রা বাড়ছে।

শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে “জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতাদের স্মরণে” আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের প্রধান চালিকা শক্তি হলো নির্বাচন। দেশে এখন কার্যকর কোনো নির্বাচন নেই বলেই সুশাসনের অভাব, খুন-গুম ও অপরাধ বেড়েই চলেছে। যে সরকার ক্ষমতায় রয়েছে, তাদের পেছনে জনগণের সমর্থন নেই। তাই তারা জনগণের জবাবদিহিতার তোয়াক্কা করছে না।”

সম্প্রতি ঘটে যাওয়া কিছু নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, “এসব ঘটনায় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। বিএনপি কখনো অপরাধকে প্রশ্রয় দেয় না।”

শহীদ ছাত্রনেতাদের পরিবার নিয়ে আয়োজিত এ স্মরণ সভায় মির্জা ফখরুল আরও বলেন, “যেসব পরিবার তাদের সন্তান হারিয়েছে, বিএনপি ভবিষ্যতে সরকারে গেলে তাদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। এটি আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা।”

তিনি জানান, জুলাই সনদ সরকারের কাছে তিন মাস আগেই পেশ করা হয়েছে এবং প্রয়োজন হলে এর পরিমার্জন ও সংযোজনের জন্য দলটি ইতিবাচক অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

সভা শেষে নিহত ছাত্রনেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধটিউশনি করিয়ে জিপিএ-৫, তবে কলেজে ভর্তি অনিশ্চিত প্রমা রাণীর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন