
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ হওয়ার পর হৃদয় (২ বছর) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) দুপুরে সদর উপজেলার তেলীনগর গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার করে। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। শিশুটির চাচা গোলাপ মিয়া জানান, সকাল থেকে হৃদয় নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে বাড়ির পাশে একটি ডোবা থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।