ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১ জুন) সকালে চালানো এক বিশেষ অভিযানে ১,১৩৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলছে। এরই অংশ হিসেবে মঈনপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক চোরাই শাড়ি জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, জব্দকৃত শাড়িগুলো আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবির এমন সফল অভিযানে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।