
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় বিদ্যুৎস্পৃষ্টে সামির আহমেদ (২৮) নামে এক টোল কালেক্টরের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সেতুর আশুগঞ্জ টোল আদায় কক্ষে তার মৃত্যু হয়। সামির উপজেলার চর চারতলা গ্রামের সালাম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সামির আশুগঞ্জ টোল কক্ষে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে পুরো কক্ষটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে সামির কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।