ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা থেকে সিংগারবিল সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

190

বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দুরা- সিংগারবিল মুক্তিযোদ্ধা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে ১৭ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে ২১ কোটি টাকা। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পিসহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ। এ সময় সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার দেশের সড়ক যোগযোগকে টেকসই ও স্বস্তিদায়ক করতে গুরুত্বের সাথে কাজ করছে। বিজয়নগরের এই সড়কটির কাজ শেষ হলে এ পথে চলাচলকারীরা উপকৃত হবে। তিনি এ সময় সততা ও নিষ্ঠার সাথে কাজের গুণগতমান বজায় রেখে সড়কের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর আগে উপজেলা চান্দুরা খেলার মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথি ব্যক্তব্য রাখেন। এসময় উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন