তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে কবি শামসুর রাহমানকে স্মরণ

188

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে স্বাধীনতার কবি শামসুর রাহমান স্মরণ অনুষ্ঠানে উদযাপন করা হয়। প্রতি বছরের মত এবারও বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। এবারের সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি বিশিষ্ট নারী নেত্রী নন্দিতা গুহ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মানবর্দ্ধন পাল, মোহাম্মদ আরজু, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক এটিএম ফয়েজুল কবীর ও নারী নেত্রী নেলী আকতার। অনুষ্ঠানে সম্মাননা মানপত্র পাঠ করেন তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপক চৌধুরী বাপ্পী। আলোচনা চলাকালীন সময় একক আবৃত্তি ও আলোচনা শেষে প্রবর্তক আবৃত্তি সংসদ, আবরনি ও তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পীদের দলীয় বৃন্দ আবৃত্তি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহপরিচালক বাছির দুলাল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন