ব্রাহ্মণবাড়িয়া জেলা অটোরিকশা ও অটোটেম্পু (সিএনজি) পরিবহন শ্রমিকদের ত্রাণ বিতরণ

67

 

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা অটোরিকশা ও অটোটেম্পু (সিএনজি) পরিবহন শ্রমিকদের ত্রাণ বিতরণ করেছেন জেলা মালিক সমিতির কার্যকরী পরিষদের উদ্যোগে ০২-০৪-২০২০ তারিখ বৃহস্পতিবার সকাল ১০টায় পূর্ব মাড্ডাস্থ সমিতির প্রধান কার্যালয়ে আর্থিক ক্ষতিগ্রস্থ শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। করোনা ভাইরাসের আঘাত যেন কারো শরীরে প্রবেশ না করে সে কারণে সারা দেশেই হোম কোয়ারেন্টাইনে দেশের সকল পেশার মানুষ। তার মধ্যে রয়েছে শ্রমিক শ্রেণির পেশাজীবি। অসহায় শ্রমিকদের একজন জানান, করোনা ভাইরাসের জন্য তারা ঘর থেকে বের হতে পারছেন না। আয় রোজগার নাই। স্ত্রী, সন্তানদের নিয়ে বড় বিপদে রয়েছেন। এমন অবস্থা চলতে থাকলে তারা তাদের পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। তারা জানান, মালিক পক্ষ আমাদের খাদ্য সামগ্রী দিয়েছে তাতে আমরা কৃতজ্ঞ।


মালিক সমিতির নেতারা বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের শ্রমিকদের দেয়ার চেষ্টা করছি। সরকার সবাইকে ত্রাণ দিচ্ছে। তবে তা সকল পর্যায়ে যেন পৌঁছানো যায় এবং জেলা প্রশাসনসহ জেলার বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত হতদরিদ্র দিন-মজুরের আর্থিক সাহায্যদানের ব্যবস্থা করা হবে বলে আশাবাদী। জেলা সি.এন.জি ও অটোরিকশা মালিক সমিতির রেজিস্ট্রেশন নং-চট্ট-১৮৭১ এর কার্যকরী পরিষদের পক্ষে এই কার্যক্রম উদ্বোধন করেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির উপদেষ্টা জনাব মো. মাসুম বিল্লাহ। উপস্থিত ছিলেন মালিক সমিতির কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। জেলা মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম অপু, প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন