
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর: করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে গরীব, দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের লোকজনের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম। ২রা এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাসিরনগর উপজেলার ধরমণ্ডল, চাপরতলা, ফান্দাউক ও বুড়িশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্ন আয়ের মানুষের মধ্যে ১০ কেজি চাল ,এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি পেয়াঁজ ও এক কেজি আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন এবং পরিবারের খোঁজ খবর নেন। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ধরমণ্ডল ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় নাসিরনগরবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে। তাই করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।