বিজয়নগরে সরকারি নির্দেশ অমান্য করায় শো-রুম মালিককে অর্থদণ্ড

76

এস এম টিপু চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে শো-রুম খোলার দায়ে শো-রুম মালিককে অর্থদণ্ড করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার বেলা ১১ টায় উপজেলার পাচঁগাও বাজারে যমুনা এন্টার প্রাইজ নামে একটি মোটর সাইকেল ও অটোরিকশার শো-রুম খোলা রাখার দায়ে শো-রুমের মালিক হুসাইন মোহাম্মদ দুলালকে ২ হাজার টাকা অর্থদণ্ড করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার দায়ে তাকে এ অর্থদণ্ড করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর টহলরত টিম সঙ্গে ছিলেন। পরে উপজেলার বিভিন্ন হাট বাজার আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে মনিটরিং করা হয়। করোনা ভাইরাসের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণা চালানো হয়। মানুষ যেন অযথা ঘর থেকে না বেড় হয় সে জন্য সর্তকতা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন