হরিপুরে ইএসডিও‘র রিভাইভ প্রকল্পের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্ধোধন

36
print news

মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইএসডিও রিভাইভ প্রকল্পের মানবাধিকার কর্মী ও যুবকদের জন্য দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষনের উদ্ধাধন করা হয়েছে। ইএসডিও‘র বাস্তবায়নে ও হকস্-ইপার এর সহযোগিতায় গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষনের উদ্ধোধন করেন রিভাইভ প্রকল্পর প্রজেক্ট অফিসার রুবি আক্তার,এ সময় আরো উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা প্রকল্প অফিসার মামুন মাসুদ করিম, প্রশিক্ষনার্থী ২৭জন মানবাধিকার কর্মী অংশ গ্রহন করেন, এবং মানবাধিকারh কর্মী দের ভিডিও প্রজেক্টের মাধ্যমে মানবাধিকারের ৩০ টি ধারা সুন্দর ভাবে উপস্থাপন করে দেখনো হয় ও মানবাধিকার সম্পর্কে আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঈদে সুরেশ সরিষার তেলের দুই বিজ্ঞাপনচিত্র
পরবর্তী নিবন্ধহরিপুরে ইএসডিও‘র রিভাইভ প্রকল্পের দুই দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন