হরিপুরে আরডিআরএস‘র কর্মশালা অনুষ্ঠিত

62
Bangla News
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে আরডিআরএস বাংলাদেশ এর ফেডারেসনের অন্তর্ভুক্ত সমিতির সদস্যদের সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিক অন্তর্ভুক্তি করার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মশালা সোমবার সকাল ১০ টায় হরিপুর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান সভাপতিত্ব করেন। কর্মশালার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও জেলা আরডিআরএস বাংলাদেশ এর প্রশিক্ষণ অফিসার সোহানুর রহমান কাজল।

কর্মশালায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আরডিআরএস বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক গোলজার হোসেন, উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন, সমাজসেবা অফিসার, যুবউন্নয়ন অফিসার আনোয়ার হুসেন, মৎস্য অফিসার, হরিপুর থানার ওসি জাকারিয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসার, হরিপুর আরডিআরএস বাংলাদেশ এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শশীউল ইসলাম এবং হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

কর্মশালায় সরকারি সেবা নিশ্চিত করতে এবং অবহেলিত ও অনগ্রসর জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁও হরিপুরে ১৭২ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই
পরবর্তী নিবন্ধহরিপুরে জাতীয় ভোটার দিবস পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন