ব্রাহ্মণবাড়িয়া, ১২ নভেম্বর: ২০টি আলোকশিখা প্রজ্বলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠনের ২০ বছর পূর্তি উৎসবের শুভ সূচনা হয়েছে। রবিবার রাতে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ আয়োজনের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। উৎসবের সূচনা পর্বে ভারতীয় শিল্পীদের আবৃত্তি পরিবেশনা বিশেষ আকর্ষণ ছিল।
ভারতের মেদিনীপুর থেকে সৌরেন চট্টোপাধ্যায় ও সমন্বয় চট্টোপাধ্যায় এবং কলকাতা থেকে বিপ্লব চক্রবর্তী, মলি দেবনাথ, অন্তরা দাস ও ত্রিপুরার বৈশম্পায়ন চক্রবর্তী ও দীপক সাহা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও বাংলাদেশের আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজি মাহতাব সুমনের আবৃত্তি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক বাছির দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. সোনাহর আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান ও সাংস্কৃতিক সংগঠক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, “তিতাস আবৃত্তি সংগঠনের ২০ বছর পূর্তি আমাদের জন্য গর্বের বিষয়। সাম্প্রদায়িকতা বিরোধী ও সংস্কৃতির পথে সুন্দর সমাজ গঠনে এ সংগঠনের ভূমিকা প্রশংসনীয়।”
অনুষ্ঠানে কলকাতার আবৃত্তি শিল্পী বিপ্লব চক্রবর্তী ও মেদিনীপুরের শিল্পী সৌরেন চট্টোপাধ্যায় বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় এই আয়োজন ও উপস্থিতির উচ্ছ্বাসে আমরা অভিভূত। এ মাটিতে আবৃত্তি শিল্পের বীজ রোপিত হয়েছে যা আমাদের পথ দেখাবে।