হরিপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

42
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান শীহদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচি অনুযায়ী রাত ১২টা ১মিনিটে হরিপুর কেন্দ্রীয় শীহদ মিনারে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন শীহদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এক বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি জিয়াউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকতা আরিফুজ্জামান, হরিপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, আওয়ামীলীগ সম্পাদক এসএম আলমগীর, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, হরিপুর প্রেসক্লাবের সম্পাদক আব্দুর রশিদ সহ উপজেলা প্রসাশনের সকল অফিসার এবং রাজনৈতিক নেত্রীবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিকগণ।

পূর্ববর্তী নিবন্ধগোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন
পরবর্তী নিবন্ধতরী বাংলাদেশ আয়োজিত নদী ও প্রকৃতি সুরক্ষায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন