মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ি এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উলচাপাড়া যুব সমাজের উদ্যোগে শনিবার (১৮ মে) উলচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। এসময়, আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে মো: কামরুজ্জামান ভূইয়ার সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১০ নং রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মশিউর রহমান সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন, উলচাপাড়া বাজার কমিটির সেক্রেটারি খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান টুটন, ১ নং ওয়ার্ড সদস্য আবু কালাম মেম্বার, ২ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার, শেখ হুমায়ুন কবির মেম্বার, সফিল্লাহ মেম্বার, হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি বাবু অর্জুন দেবনাথ, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমান, মনিরুজ্জামান শাহ আলম, মিয়া হোসেন মেম্বার, আব্দুল্লাহ মিয়া, হান্নান মিয়া, ইসমাইল হোসেন, জহরলাল, ডাঃ কামাল হোসেন, জাহিন, হেমায়েত উল্লাহ, টুনু মিয়া, শেখ তারেক আহমেদ প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। যুব সমাজকে মাদকের বিরুদ্ধে সচেতন ও সতর্ক থাকতে হবে। উলচাপাড়া গ্রামে মাদক মুক্ত হবে। মাদক সেবন মুক্ত হবে, মাদক বিক্রি দমন করা হবে। তিনি আরো বলেন, আজকের পর থেকে এই গ্রামে কেউ মাদক বিক্রি বা সেবন করে এমন অভিযোগ প্রমাণসহ পেলে সাথে সাথে তাদেরকে আইনের আওতায় আনা হবে। মাদকের সঙ্গে জরিত থাকা কাউকে ছাড় দেওয়া হবে না।
১০ নং রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সেলিম বলেন, উলচাপাড়া গ্রাম আদর্শ গ্রাম হিন্দু মুসলিমের গ্রাম এই গ্রামে মাদকাসক্ত বা মাদক বিক্রি কে কখনো সমর্থন করা হবে না। মাদক দমনের জন্য উলচাপাড়া প্রতিটি পাড়ায় পাড়ায় কমেটি গঠন করা হবে এবং রাত ১০ টার পর অকারনে যে কেউ এলাকায় চলাফেরা করলে তার জবাবদিহিতা করতে হবে। সমাবেশ এর পূর্বে, মো: জাহিন ও শেখ তারেকের পরিচালনায় উলচাপাড়া গ্রামের বিভিন্ন পাড়ায় মাদক বিরোধী র্যালী নিয়ে সারা গ্রামে পর্যবেক্ষণ করেন এবং মাদক নির্মুল ও দমনের বিভিন্ন সচেতনতা গ্রাম বাসির মাঝে তুলে ধরেন তারা।