হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মেজাম্মেরহক (৫০)নামে এক কৃষক কে রাতের বেলায় রাস্তায় আটক করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুত্বর ভাবে জখমের অভিযোগ উঠেছে। জখমি কৃষক দিনাজপুর এম আব্দুর রহিম ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে জখমি কৃষকের ছেলে রাজু বাদী হয়ে সোমবার হরিপুর থানায় অজ্ঞাত নামা সহ ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৭টায় কাঠালডাঙ্গী মহিলা কলেজের সংলগ্ন পাকা সডকের তিন রাস্তার মোড়ে। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন বাদীর লিখিত এজাহার পেয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারের জন্য অভিযান চলছে। বাদীর এজাহার সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিত ভাবে দুষ্কৃৃতিরা অসৎ উদ্দেশ্যে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে রাতের বেলায় রাস্তায় আটক করে মারপিট করে এবং গুরুত্বও ভাবে জখম করেছে