হরিপুর খালের উপর ব্রিজ নির্মাণে হাসি ফুটলো দুই গ্রামের ৪ হাজার মানুষের মুখ

53
print news

হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের কাঠালডাঙ্গী এতিমখানা ও দিলগাঁও গ্রামের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে খালের উপর নতুন ব্রিজ নির্মিত হয়েছে। ১১.৫৮ মিটার দৈর্ঘ্যের এই গার্ডার ব্রিজটির ফলে প্রায় ৪ হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের কষ্ট দূর হয়েছে।

ব্রিজটি নির্মাণের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হয়েছে এবং কৃষকরা তাদের কৃষি পণ্য পরিবহনে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে। এই ব্রিজের মাধ্যমে স্থানীয় জনজীবন অনেকটাই স্বাভাবিক ও সুবিধাজনক হয়ে উঠেছে।

নির্মাণ ব্যয় ও অর্থায়ন:
ব্রিজটি নির্মাণে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৪১ লাখ ১৯ হাজার ২২০ টাকা ব্যয় হয়েছে।

হরিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম এ করিম জানান, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের নির্দেশনায় ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের আওতায় এই ব্রিজ নির্মাণ করা হয়েছে।

অন্যান্য উন্নয়ন প্রকল্প:

হরিপুর পিআইও কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রকল্পের তথ্য হলো:

  • গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা নগদ অর্থ): ১২২৫৪৬৬৩.২৪ টাকা ব্যয়ে ৮৩টি প্রকল্প।
  • গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা চাল): ৬৩.৭৫৭২ মেট্রিক টন চালের মাধ্যমে ১৫টি প্রকল্প।
  • গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা গম): ১৭২.৯৩১২ মেট্রিক টন গম দিয়ে ৪৫টি প্রকল্প।
  • গ্রামীণ অবকাঠামো (রক্ষণাবেক্ষণ টি.আর): ১৫৭০৭২৭৪.৬৬ টাকা ব্যয়ে ২১০টি প্রকল্প।
  • গ্রামীণ মাটি রাস্তা টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি করণ): ৮০২৫৬০০.০০ টাকার একটি প্রকল্প।
  • গ্রামীণ সেতু/কালভার্ট নির্মাণ: ৭৭৫৭৬৭৯৬.৮০ টাকা ব্যয়ে ২০টি প্রকল্প।
  • অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি): ২৭২০১২৪৭.০০ টাকা ব্যয়ে ৬০টি প্রকল্প।
  • জিআর খাদ্যশস্য: ১২৯ মেট্রিক টন খাদ্যশস্য ১২৯০০ জন উপকারভোগী।
  • ভিজিএফ খাদ্যশস্য: ২৬৬.৪৪০ মেট্রিক টন খাদ্যশস্য ২৬৬৪৪ জন উপকারভোগী।
  • কম্বল বিতরণ: ৩৫৯৭টি কম্বল বিতরণ করা হয়েছে।
  • শুকনা খাবার: ১৯২ প্যাকেজ বিতরণ করা হয়েছে।

এসব প্রকল্পের মাধ্যমে হরিপুর উপজেলার গ্রামীণ জনপদে উন্নয়নমূলক পরিবর্তন আসছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলছে।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে রাস্তায় ইট বিছানোয় পাল্টে গেছে গ্রামীণ জনপদের চিত্র
পরবর্তী নিবন্ধহরিপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন