হরিপুরে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

26
print news

জহরুল ইসলাম (জীবন), হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে শাবানা পারভিন এবং সাধারণ সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা নির্বাচিত হয়েছেন। সোমবার ১৪ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে হরিপুর জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে দলীয় কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হরিপুর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাবানা পারভিন।সম্মেলনের উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিশ। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফয়সাল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভিন, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামালউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু তাহের।সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৬ জন কাউন্সিলরের গোপন ব্যালটের মাধ্যমে শাবানা পারভিন এবং আয়েশা সিদ্দিকা উভয়ে ১০টি করে ভোট পেয়ে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধহরিপুর প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন ও সম্মাননা ক্রেস্ট প্রদান
পরবর্তী নিবন্ধহরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে পানিতে ডুবে মৃত্যু হওয়া বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন