হরিপুরে বেগম রোকেয়া দিবসে নারীর প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

26
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৯ ডিসেম্বর ২০২৪ (সোমবার) সকাল সাড়ে ১১টায় হরিপুর উপজেলা পরিষদের হলরুমে এ আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিয়্যাক্টস-ইন প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। সভায় অসংখ্য নারী, পুরুষ, কিশোর এবং কিশোরী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন হন।

kaler darpon

আলোচনায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিয়্যাক্টস-ইন প্রকল্প অফিসার রুমা বেগম। শিক্ষা ও কর্মজীবনে বিশেষ অবদান রাখার জন্য জয়ীতা পুরস্কারে ভূষিত হন কমিউনিটি ফ্যাসিলিটেটর মোছা. সুমি ও ফাতেমা খাতুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সেলিম রেজা তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন, হরিপুর প্রেসক্লাবের সভাপতি আল-মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুশা, সাংবাদিক রাগিব আহসান রাজু এবং সুজনসহ আরও অনেকে।

আলোচনা সভাটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধহরিপুরে দুই শতাধিক কৃষককে প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন