“তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সকাল ১১টায় হরিপুর উপজেলা নির্বাচন ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মান্নান, নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মোঃ রুবেল হোসেন এবং নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনের পর উপজেলা নির্বাচন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান-এর সভাপতিত্বে ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু তাহের।
আলোচনা সভায় বক্তারা ভোটার অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। তারা নতুন ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং সবার অংশগ্রহণে একটি কার্যকর ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার উপর জোর দেন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চেতনার প্রসার ঘটাতে এই দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।