হরিপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

5
print news

তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলা মানোন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলাতেও জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন। এতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে হলে নিয়মিত এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে ক্রীড়াচর্চা অপরিহার্য।

দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা, উপজেলা বিএনপির সভাপতি জামালউদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা এনসিপির সভাপতি এম এইচ কাঞ্চন, হরিপুর প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রশিদ এবং সুজনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে জাতীয় ভোটার দিবস পালিত
পরবর্তী নিবন্ধমেধাবী ছাত্র মতিউরের দায়িত্ব নিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন