হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের হরিপুরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শত ৫০ গ্রাম গাজা সহ আব্দুল মালেক (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে জেল হাজতে পাঠিয়েছেন। হরিপুর উপজেলা সদর ইউনিয়নের বাগানবাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন হরিপুর থানা এসআই তাপস সহ সংঙ্গীয় পুলিশ নিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলা প্রসাশনের শিশুপার্ক এলাকার বাগান বাড়িতে আসামী আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গাজা সহ আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় মাদক আইনে মামলা করে আসামী কে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।