হরিপুরে ঈদ উপহার পেল ১৩৩২২ জন দুঃস্থ পরিবার

36
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১৩ হাজার ৩২২ জন দুঃস্ত পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে (ভিজিএফ)এর চাল। গতকাল সোমবার সকাল ১০ টায় হরিপুর ৪নং ডাংগীপাড়া ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধোধন করেন । এসময় উপস্থিত ছিলেন ৪ নং ডাংগীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো: আহ্সান হবীব চৌধুরী(হাসান),ট্যাগ অফিসার মো : নেহেরু, হরিপুর প্রেসক্লাবের সদস্য জহুরুল ইসলাম (জীবন) ইউপির সদস্য মো রেজুয়ানুল হক (রেজু) প্রমুখ। উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে (ভিজিএফ) এর ১০ কেজিকরে চাল উপজেলার ৬ টি ইউনিয়নে ১৩ হাজার ৩২২ জন দুঃস্থ ও অসহায় পরিবারকে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুরসুষ্ঠবিচার দাবিতে যুবদলের মানববন্ধন
পরবর্তী নিবন্ধআকরামকে এই দানবীয় সরকার তার পুলিশ বাহিনী দিয়ে নির্মম ভাবে কাস্টরিতে হত্যা করেছে- হরিপুরে মির্জা ফখরুল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন