ঠাকুরগাঁও হরিপুরে সীরাতুন নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও না’তে রাসূল (সাঃ) অনুষ্ঠিত

30
ঠাকুরগাঁও হরিপুরে সীরাতুন নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও না'তে রাসূল (সাঃ) অনুষ্ঠিত
print news

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় সীরাতুন নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও না’তে রাসূল (সাঃ) অনুষ্ঠিত হয়েছে

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় “সীরাতুন নবী (সাঃ)” শীর্ষক আলোচনা সভা ও না’তে রাসূল (সাঃ) অনুষ্ঠান গতকাল (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় সভায় ইসলামের নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা এবং তাঁর প্রতি ভালবাসা ও শ্রদ্ধা নিবেদনের জন্য না’তে রাসূল পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং হরিপুর ইউনিয়নের আমীর মাওলানা মোঃ আফসার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুল হাকিম, যিনি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম, নায়েবে আমীর, হরিপুর উপজেলা এবং মাওলানা রমিজ আহাম্মেদ, সেক্রেটারি, হরিপুর উপজেলা শাখা।

প্রধান আলোচক হিসেবে মাওলানা মোঃ আব্দুল হাকিম তাঁর বক্তব্যে নবীজীর (সাঃ) জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সমাজে নৈতিক মূল্যবোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে নবীজীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। বিশেষ অতিথি মাওলানা মোঃ রফিকুল ইসলাম এবং মাওলানা রমিজ আহাম্মেদ তাদের বক্তব্যে ইসলামের শিক্ষা এবং নবীজীর (সাঃ) অনুসরণীয় আদর্শ নিয়ে আলোচনা করেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আসাদুল্লাহ আল-গালিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ মোশারফ হোসেন এবং সেক্রেটারি মাওলানা মেহেদী হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হরিপুর উপজেলা শাখার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাদের আলোচনা ও বক্তব্যে নবীজীর (সাঃ) জীবন ও আদর্শকে আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

সভাটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশ এর র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধহরিপুরে রাস্তায় ইট বিছানোয় পাল্টে গেছে গ্রামীণ জনপদের চিত্র

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন