জহরুল ইসলাম (জীবন), হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামে গত শুক্রবার দিবাগত গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গরুর ঘরের মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে দুইটি পরিবারের ঘরবাড়ি, গরু, ছাগলসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আমজাদ ও রাজু জানান, আগুনে তাদের ৪টি গরু, ৫টি ছাগল, একটি মোটরসাইকেল, ঘরে রাখা ধান, চাল, কাপড় ও বাড়িঘর সম্পূর্ণ পুড়ে যায়। তারা দাবি করেছেন, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অগ্নিকাণ্ডে পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে এবং তাদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এই দুর্ঘটনা এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া ফেলে দিয়েছে।