হরিপুরে কুলিক নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

54
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে কুলিক নদীতে গোসল করতে নেমে কাউসার আলী (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। কাউসার উপজেলার ভাতুরিয়া রামপুর কলোনি পাড়ার বাসিন্দা রমজান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে কুলিক নদীতে গোসল করতে যান কাউসার। গোসলের একপর্যায়ে সাঁতার কাটার সময় হঠাৎ নদীর প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। তার সঙ্গীরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে না পেয়ে দ্রুত বিষয়টি বাড়িতে জানান।

কাউসারের বাবা রমজান আলী বলেন, খবর পেয়ে নদীতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে পাওয়া যায়নি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নদীতে প্রবল স্রোত থাকায় খোঁজাখুঁজিতে সমস্যা হচ্ছে, তবে এখনো উদ্ধার তৎপরতা চলছে।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
পরবর্তী নিবন্ধহরিপুর প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন ও সম্মাননা ক্রেস্ট প্রদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন