হরিপুরে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালিত

5

মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণ এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীরীগ সভাপতি জিয়াউল হাসান, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার রায়হানুল হক মিঞা, জাহিদ ইবনে সাগর, থানার ওসি তাজুল ইসলামসহ মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন