ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তরীর লিফলেট বিতরণ

39
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তরীর লিফলেট বিতরণ
print news

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেছে নদী ও প্রকৃতির সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর নাসিরনগর উপজেলা শাখা।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নাসিরনগর উপজেলা সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউল সরোয়ারের উপস্থিতিতে এ লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

লিফলেট বিতরণের সময় তরী বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ এবং যুগ্ম আহ্বায়ক শামীম আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নাসিরনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।

এ কর্মসূচিতে তরী বাংলাদেশ-এর সদস্যদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরাও অংশ নেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী, দৈনিক আমার সংবাদ-এর মো. আরিফুল ইসলাম, এবং দৈনিক সকালের সময়-এর প্রতিনিধি হুমায়ুন কবির ভূঁইয়া প্রমুখ।

এই উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যাশা করছেন আয়োজকরা।

পূর্ববর্তী নিবন্ধহরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে পানিতে ডুবে মৃত্যু হওয়া বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর
পরবর্তী নিবন্ধহরিপুরে আবারও হলুদ চাষে ফিরেছে কৃষক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন