হরিপুরে ভূমিহীন জনসংগঠন ঐক্য পরিষদের জনসমাবেশ অনুষ্ঠিত

28
ভূমিহীন জনসংগঠ
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভূমি অধিকার ও কৃষি-ভূমি সংস্কারের দাবিতে ভূমিহীন জনসংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে সংগঠনের সভাপতি মুনিরুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মানুষ কুমার। এছাড়াও সিডিএ নির্বাহী পরিচালক শাহই মবিন জিন্না, মাঠ সমন্বয়কারী জাহিদুর রহমান, হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি মোবারক আলী ও তরিকুল ইসলাম বক্তব্য রাখেন।

সমাবেশে ৮২টি ভূমিহীন জনসংগঠনের প্রায় ৫০০ সদস্য অংশগ্রহণ করেন। ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের বিভিন্ন দাবি এবং প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা।

সমাবেশ শেষে, ভূমিহীন জনসংগঠনের পক্ষ থেকে ১৩ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করা হয়, যাতে ভূমিহীনদের অধিকারের স্বীকৃতি এবং কৃষি ভূমি সংস্কারে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইন নদী রক্ষায় ঐক্যবদ্ধ কণ্ঠে পরিবেশ রক্ষার শপথ
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় শান্তি ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গোলটেবিল বৈঠক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন