হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি-জমা নিয়ে চলমান বিরোধের জেরে আদিবাসী সাঁওতাল সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় প্রায় ৩৯ বিঘা জমি নিয়ে আদিবাসী সাঁওতাল সম্প্রদায় এবং স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মধ্যে প্রায় ৫০ বছর ধরে বিরোধ চলছে। গতকাল, ২৭ নভেম্বর, ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর ও দামোল গ্রামের আদিবাসী সম্প্রদায়ের লোকজন জমিটি নিজেদের দাবি করে সেখানে ঘর নির্মাণ শুরু করেন। এ সময় স্থানীয় ভূমিহীনদের একটি দল তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেনের ছেলে কানদন সরেন (৬০)। আহত হন উভয় পক্ষের ১৪ জন। আহতদের মধ্যে স্থানীয়দের মধ্যে আছেন পবিরুল ইসলাম, নুর ইসলাম, জাহেদুল ইসলাম, আসিক, জাহাঙ্গীর আলম, হবিবর রহমান, মো. শফি এবং ইসমাইল। আদিবাসী সম্প্রদায়ের আহতদের মধ্যে রয়েছেন সুসিলা সরেন, মরিয়ম সরেন, লক্ষিরাম হাসদা এবং শনিরাম হাসদা।
ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।