হরিপুরে হাজী সম্মেলন অনুষ্ঠিত

11
হরিপুরে হাজী সম্মেলন অনুষ্ঠিত

মো জহুরুল ইসলাম (জীবন) হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ই আগষ্ট) সকাল ১১টায় হাজী সংগঠনের আয়োজনে ও সাবেক ইউপি চেয়ারম্যানের আবুল কাশেম বর্ষার সহযোগিতায় যাদুরানী হাট জামে মসজিদ প্রাঙ্গণে হাজী সংগঠন এর সভাপতি ও আমগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হবিবর রহমান চৌধুরীর সভাপতিত্বে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা হাজী সংগঠন এর সভাপতি। সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন আহমেদ (প্রধান শিক্ষক) উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম প্রমূখ।

সম্মেলনে আলোচনা সভা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এসময় জেলার বিভিন্ন এলাকার কয়েক সহস্রাধিক হাজী, দলীয় নেতাকর্মি ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন