হরিপুরে সকল ধর্মাবলম্বীর অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

27
Kalerdarpon
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় “সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান” প্রতিপাদ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) হরিপুর থানা কর্তৃক আয়োজিত এই সমাবেশটি র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। তিনি বলেন, “বাংলাদেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার গৌরব অর্জন করেছে এবং একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচালিত হয়ে আসছে। আমরা এ দেশের নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং সকলের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সভায় সভাপতিত্ব করেন হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, মাওলানা আবুল হোসেন, এবং পাইলট মহানী সভাপতি খ্রিষ্টান প্রতিনিধি।

উক্ত সমাবেশে হরিপুর উপজেলার বিভিন্ন ধর্মাবলম্বীর জনগণ র‍্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এই আয়োজন সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সহাবস্থান এবং ঐক্য বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করেছে।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে দুই শতাধিক কৃষককে প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ বিতরণ
পরবর্তী নিবন্ধহরিপুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন