পলিথিন বন্ধে জনসচেতনতায় তরী বাংলাদেশ এর লিফলেট বিতরণ

118
পলিথিন বন্ধে জনসচেতনায় তরী বাংলাদেশের লিফলেট বিতরণ
print news

ব্রাহ্মণবাড়িয়া, ৭ নভেম্বর ২০২৪: পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তরী বাংলাদেশ আজ শহরের আনন্দ বাজার এলাকায় লিফলেট বিতরণ করেছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন দুপুর বারোটায় এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সরকার ১ নভেম্বর ২০২৪ থেকে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছে। সরকারি বিভিন্ন দপ্তর ইতোমধ্যেই মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। তরী বাংলাদেশের এই উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পলিথিন ব্যবহারে পরিবর্তন আনতে সহায়তা করবে।” তিনি আশা প্রকাশ করেন যে, কাগজ, কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারে মানুষের আগ্রহ বাড়বে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।

তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, খাইরুজ্জামান ইমরান, শিপন কর্মকার ও রোটারিয়ান আশিকুল ইসলাম উপস্থিত থেকে জনগণকে পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন। এছাড়াও সংগঠনের সদস্য আবদুল হেকিম, রিপন চক্রবর্তী, জামান খাঁন এবং মো. মনির হোসেন লিফলেট বিতরণে অংশ নেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পলিথিন মাটি ও পানি দূষণের অন্যতম প্রধান কারণ। পলিথিন ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা নষ্ট হয় এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, “২০০২ সালে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন নিষিদ্ধ করে, কিন্তু আইনের যথাযথ প্রয়োগের অভাবে এটি অবাধে ব্যবহৃত হয়ে আসছে। এ কারণে পলিথিনের অপচনশীল অংশ শহরের ড্রেন ও নদীতে জমা হয়ে জলজ প্রাণীকুলের জন্য হুমকি তৈরি করছে।”

উপস্থিত সকলে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। “আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব,” বক্তারা উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে ফুলকপির বাম্পার ফলন, চাষীদের মুখে স্বস্তির হাসি
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো আইটি প্রফেশনালদের মিটআপ সফলভাবে সম্পন্ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন