হরিপুরে মৎস্য প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা

39
print news

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে মৎস্য অধিদপ্তরের প্রকল্পের আওতায় গৃহীত মৎস্য প্রকল্পের উন্নয়ন ও চাষীদের আত্মকর্মসংস্থানের অগ্রগতি পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ ও মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভাতুরিয়া নানন্দহ বিল মাঠে মৎস্য চাষীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে হরিপুর উপজেলা মৎস্য দপ্তর।

সভায় সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট-এর প্রকল্প পরিচালক ডা. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক শামীম উদ্দিন এবং ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ।

এসময় বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ মৎস্য প্রকল্পের কার্যক্রম ও চাষীদের সাফল্যের প্রশংসা করেন এবং টেকসই মৎস্য চাষে সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন। সমাবেশে ১২০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন।

বক্তারা মৎস্য খাতের সম্ভাবনা ও এর আর্থিক গুরুত্ব তুলে ধরেন এবং চাষীদের আধুনিক প্রযুক্তি ও কার্যকর পদ্ধতির মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধহরিপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসংসারের ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা চাষে ঝুঁকছে হরিপুরের কৃষকরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন