হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে আবু রায়হান আনসারী (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান আনসারী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে সে সকলের অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।